18 C
Dhaka

ভোলার পুকুরে বিরল প্রজাতির মাছ

প্রকাশিত:

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় নিজ পুকুরে মাছ ধরার সময় মামুন নামের এক ব্যক্তির জালে আটকা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। স্থানীয় লোকজন এটিকে বলে ‘টাইগার মাছ’ তবে মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিস’।

বুধবার (২২ জুন) সকালে উপজেলার দক্ষিণ আইটা থানার চরমানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মামুনের পুকুরে মাছ ধরার সময় জালে আটক হয় বিরল প্রজাতির এ মাছটি।

মাছটির শরীরে কালো বর্ণের ডোরাকাটা বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এ বৈশিষ্ট্যের কারণে স্থানীয় লোকজন এর নাম দিয়েছেন টাইগার মাছ। মাছটি ৩২ ইঞ্চি লাম্বা, ওজন প্রায় ৮’শ গ্রাম। মাছটি দেখতে উৎসুক জনতা ঐ বাড়িতে ভিড় জমায়।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার বলেন, এটি একটি বিদেশি মাছ। সাকার মাউথ ক্যাটফিস ইংরেজী নাম হলেও এর বৈজ্ঞানীক নামে অ্যাকোরিয়াম ফিস নামে পরিচিত। মাছটির শরীরে কাটা বেশী থাকায় খাওয়ার অনুপযোগী। মাছটিকে না মেরে নদীতে অবমুক্ত করে দেওয়া উত্তম।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img