উল্টা-পাল্টা কীর্তি ঘটিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া ইউটিউবার হিরো আলমের নামে নিজের নাম রেখেছেন এক মাদক ব্যবসায়ী। তার পুরো নাম মোঃ হিরো আলম ওরফে হিরো মন্ডল। নারায়ণগঞ্জ জেলার সানারপাড় এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর সময় তাকে ৪০৫১ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১২ লক্ষ ১৫ হাজার ৩০০ টাকা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদকবিরোধী অভিযান চলমান রেখেছে যা সারাদেশের সব মহলেই ব্যাপক প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে এই এলিট বাহিনী।
মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত সানারপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন ৪০৫১ (চার হাজার একান্ন) পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী ধরা পড়েন। ইয়াবার পাশাপাশি ইয়াবা বিক্রির ১৫,০০০ টাকাও পাওয়া যায় তার কাছে। এছাড়া তার কাছ থেকে ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাবের কাছে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জানান, তার নাম মোঃ হিরো আলম ওরফে হিরো মন্ডল। তার বয়স আনুমানিক ৪০ বছর।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব-১০ জানায়, গ্রেফতারকৃত মোঃ হিরো আলম ওরফে হিরো মন্ডল পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়েরের কথাও জানানো হয়েছে র্যাব-১০ এর পক্ষ থেকে।