32 C
Dhaka

মা হলেন সোনম কাপুর

প্রকাশিত:

বলিউড ভিভা সোনম কাপুর মা হয়েছেন। শনিবার লন্ডনের হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা ইনস্টাগ্রামে এক বিবৃতিতে এই সুখবর দিয়েছেন।

চলতি বছর মার্চের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন তারকা দম্পতি। তার পর থেকেই নিয়মিত শিরোনামে ছিলেন সোনম। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের মে মাসে মুম্বাইয়ে গাঁটছড়া বাঁধেন সোনম-আনন্দ। বিয়েতে বেশ জাঁকালো আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি।

আনন্দ আহুজার বাবা দিল্লীর নামকরা ব্যবসায়ী সুনীল আহুজা। সুনীল ভারতের নামজাদা ধনী ব্যক্তিদের একজন। তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ‘শাহী এক্সপোর্ট। এটি একটি নামকরা রপ্তানিকারক ফ্যাশন এক্সেসরিজ কোম্পানি। তাদের কোম্পানির উৎপাদিত পোশাক ব্র্যান্ডের নাম ‘ভান্তে’। সোনম কাপুর নিজেও এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড এম্বাসেডর।

২০১৯ সালে দ্য জয়া ফ্যাক্টর সিনেমার পর আর রূপালি পর্দায় দেখা যায়নি সোনম কাপুরকে। মা হওয়ার পর শোম মাখিজার ব্লাইড চলচ্চিত্রের মাধ্যমে ফের কাজ শুরু করবেন সোনম।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img