31 C
Dhaka

মিরসরাইয়ে ড্রেজারডুবি, ৭ শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত:

গত দুই মাস আগে পটুয়াখালীর জৈনকাটি ইউনিয়নের ৮ যুবক ঘর ছাড়েন জীবনের তাগিদে কিন্তু সেই ঘরে আর ফেরা হলো না তাদের ড্রেজারের থাকা বাবুর্চি বন্যার ভয়ে ড্রেজার ছেড়ে নিরাপদ স্থানে চলে গেলও ৭ যুবক যাননি। তারা ভেবেছিল বন্যায় এত বড় ড্রেজারের কিছু হবে না, অবশেষে এই বন্যায় তাদের জীবনী নিল কেড়ে। চট্টগ্রাম উপকূলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বালুবোঝাই ড্রেজারডুবির ঘটনায় সাত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘুর্ণিঝড় সিত্রাং প্রভাবে সাগরের জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ঝড়ো হাওয়ায় ঐ স্থানে রাখা বালু উত্তোলনের ড্রেজার মেশিন সৈকত-২ পানিতে ভেসে গিয়ে ডুবে যায়। এ সময় নিহতরা হন:আলামিন হাওলাদার (২৫), ইমাম মোল্লা(২৭), ড্রেজার চালক শাহীন মোল্লা(৩৮), মাহমুদমোল্লা (৩২), তারেকমোল্লা (২০), জাহিদুল ফকির(২৪),আলম সরদার (৪০), আবুলবশার(৩৮) নিখোঁজ হন। সকল শ্রমিকে পটুয়াখালী সদর উপজেলার ৬নং জৈনকাঠী ইউনিয়নের ৪নং ও ৬নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img