মিয়ানমারের সীমান্তে আবারো ভয়াবহ গোলাগুলি চলছে। এতে করে স্থানীয়রা খুবই আতঙ্কে রয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রায় মাসখানেক ধরে দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে আরাকান আর্মির সংঘর্ষ এবং গোলাগুলি চলছে। এতে সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা আতঙ্কের মধ্যে দিনরাত কাটাচ্ছেন বলে জানান স্থানীয়রা।
তবে গত বুধবার এবং বৃহস্পতিবার বন্ধ থাকার পর শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল থেকে পুনরায় গোলাগুলি এবং সংঘর্ষ শুরু হয়। যা এখনও অব্যাহত আছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা গোলাগুলির শব্দ শুনতে পান এপারের বাসিন্দারা। গোলাগুলির কারণে শুক্রবার একটি গুলি এসে পড়ে বাংলাদেশের তুমব্রু সীমান্তের এপারে।