মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এলাকায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি দেখা দিয়েছে। এরই মধ্যে ·মোহনগঞ্জ পৌরশহর সহ উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসংখ্য বাড়ি-ঘরে পানি প্রবেশ করেছে। বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এরই মধ্যে হাজারো মানুষ ঘর- বাড়ি ছেড়ে স্থানীয় বিদ্যালয় ও হাট বাজারসহ বিভিন্ন উঁচু এলাকায় গিয়ে আশ্রয় নিয়ে নিয়েছে।
পৌর মেয়র লতিফুর রহমান রতন কাউন্সিলরদের নিয়ে প্রবল বৃষ্টি উপেক্ষা করে শহরের পানিবন্দী মানুষকে দেখতে বের হয়েছেন। তাদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি খাদ্যসহ বিভিন্ন সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।
পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন রতন জানান, পৌরশহরের বিভিন্ন রাস্তায় হাঁটুর উপরে পানি। এ ছাড়াও বিশেষ করে উত্তর দৌলতপুর এলাকার কয়েক ‘শ পরিবার বন্যায় পানি বন্দী হয়ে পড়েছে। এরই মধ্যে ১৫ টি পরিবার দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। আরো অনেক পরিবারের লোকজন তাদের পরিবার নিয়ে আত্মীয়- স্বজনের বাড়ি ছাড়াও বিভিন্ন উঁচু এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছেন। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আমাকেও বাসা ছাড়তে হবে। তবে আশ্রয়হীন ও ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য তাদের তালিকা তৈরী করা হচ্ছে বলেও তিনি জানান।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহম্মেদ আকুঞ্জি জানিয়েছেন, পৌরশহর সহ উপজেলার সাতটি ইউনিয়নে অসংখ্য মানুষের বাড়ি-ঘরে পানি উঠেছে। স্থানীয় বিদ্যালয়গুলোতে হাজার খানেক মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া পৌর শহরেও অনেক মানুষ পানিবন্দী হয়েছেন। পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রায় দেড়শোর মাতো মানুষ আশ্রয় নিয়েছেন। পুরো উপজেলার ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তবে শুকনো খাবারের পাশাপাশি তাদের সহায়তা দেওয়া হবে।