পৃথক পৃথক অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকা থেকে ৮৬৬ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল রজাধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩৪১ (তিনশত একচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রফিকুল ইসলাম (২০) বলে জানা যায়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ২,৬০০ (দুই হাজার ছয়শত) টাকা জব্দ করা হয়।
এছাড়া র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রুপসী বাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৫২৫ (পাঁচশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ খোরশেদ আলম (৩৮) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী ও রুপগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।