29 C
Dhaka

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ

প্রকাশিত:

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে চট্টগ্রামের অধিবাসী বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিহতের ঘটনায় বোস্টন ও ক্যামব্রিজে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসীরা।

ক্যামব্রিজ নগর ভবনের সামনে স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রবাসীরা শিক্ষার্থী সাইদ ফয়সাল ওরফে আরিফকে গুলি করে হত্যাকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে তারা অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নগর কর্তৃপক্ষকে আহ্বান জানান।

বিক্ষোভে অংশ নিয়ে একজন বলেন, ‘আমরা মনে করছি, পুলিশ চাইলেই তাকে বাঁচাতে পারত। এ জন্য আমরা মেয়র অফিস ও পুলিশ দফতরের সামনে বিক্ষোভে নেমেছি। এখানে বাংলাদেশসহ অন্যান্য কমিউনিটির মানুষ এসেছেন এবং প্রতিবাদে শামিল হয়েছেন।’

এরপর তারা যান পুলিশ দফতরে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত আরিফের বাবা।

আরিফের বাবা বলেন, ‘আমার ছেলের ব্যাকগ্রাউন্ড আপনারা যাচাই করতে পারেন। আমি এ ঘটনা মেনে নিতে পারছি না।’

পুলিশের বিচারের দাবিতে সোমবার (৯ জানুয়ারি) ক্যামব্রিজ সিটি হলের সামনে আবারও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন স্থানীয় নেতারা।

পুলিশের দাবি, স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ছুরি হাতে থাকা সৈয়দ ফয়সাল আরিফকে ধাওয়া করে তারা। একপর্যায়ে আরিফকে ছুরি ফেলে দিতে বললে তিনি পুলিশের দিকে এগোতে থাকেন। এ সময় পুলিশ তার বুকে পরপর পাঁচটি গুলি করে।

সৈয়দ ফয়সাল আরিফ ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির ছাত্র। তার বাবা মুজিবর রহমান বোস্টন আওয়ামী লীগের উপদেষ্টা। তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img