বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে গিয়ে মারা গেছেন দিনাজপুরের কাহারোল উপজেলার বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মারা গেছেন।
আজ শনিবার বিকেলে সমাবেশস্থলেই মাইকে তার মৃত্যুর সংবাদ ঘোষণা করা হয়েছে। কাহারোল উপজেলার বিএনপি সভাপতি গোলাম মোস্তফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকালে নেতা-কর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেন মোস্তাফিজুর রহমান। বিকেল পৌনে ৪টার দিকে তিনি স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’