29 C
Dhaka

রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা মারা গেছেন

প্রকাশিত:

ভারতের জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন গায়িকা।

মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুমিত্রা সেনের মেয়ে শ্রাবণী সেন মঙ্গলবার ভোরে ফেইসবুকে মায়ের মৃত্যুর খবর জানিয়ে লেখেন ‘আজ ভোরে মা চলে গেলেন।’

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তার নিউমোনিয়াও ছিল। তবে তার হাসপাতালে চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলেও নিউমোনিয়া কিছুটা কমে এসেছিল। পরে কিডনির সমস্যা বেড়ে যায়। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল। পরে গতকাল সোমবার (২ জানুয়ারি) শিল্পীকে বাড়ি ফিরিয়ে আনেন দুই মেয়ে শ্রাবণী সেন ও ইন্দ্রাণী সেন।

মেয়ে ইন্দ্রাণী সেন জানান, সোমবারও তাকে দেখতে বাড়িতে আসেন অনেকেই। তিনি চিনতেও পারছিলেন।

জানা গেছে, আজই কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য, ১৯৩৩ সালের ৭ মার্চ সুমিত্রা সেনের জন্ম। তিনি ধীরে ধীরে রবীন্দ্রসংগীতের জগতে নিজের জায়গা করে নিয়েছিলেন। তার গাওয়া রবীন্দ্রনাথের গান শ্রোতাদের কাছে আজও প্রিয়।

রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img