রাজধানীর কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অন্তত ৭৬ লক্ষ টাকা মূল্যের চোরাচালানকৃত যৌ-ন উত্তেজক ওষুধ, চকোলেট ও প্রসাধনী সামগ্রীসহ ৪ জন চোরাকারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব-১০।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারী, ছিনতাইকারী, চোরাকারবারী আটকে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। এর ফলে র্যাব দেশের সব মহলেই প্রশংসিত হচ্ছে এবং দেশের সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর তারিখে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন বাবুবাজারের আকমল খান রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৭৬,৬৭,৬৪০ (ছিয়াত্তর লক্ষ সাতষট্টি হাজার ছয়শত চল্লিশ) টাকা মূল্যের ১,২৪,৮৫০ (এক লক্ষ চব্বিশ হাজার আটশত পঞ্চাশ) পিস চকোলেট, ২৬,৪৬৪ (ছাব্বিশ হাজার চারশত চৌষট্টি) পিস বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী ছাড়াও ও ১,৪৬২ (এক হাজার চারশত বাষট্টি) পিস যৌ-ন উত্তেজক ওষুধসহ ৪ জন চোরাকারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- তৌহিদুল ইসলাম (২৯), মনিরুল ইসলাম (৩৩), কাউছার (২৪) ও জুয়েল (৩৫)। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে চকোলেট, প্রসাধনী সামগ্রী ও যৌ-ন উত্তেজক ওষুধসহ বিভিন্ন বিদেশী পণ্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।