26 C
Dhaka

রাজধানীতে প্রায় ২০ লক্ষ টাকার ৬৫ কেজি গাঁজা উদ্ধার, ২ মাইক্রোবাসসহ আটক ২

প্রকাশিত:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকার ৬৫ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১০। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১০ জানায়, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‍্যাব মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় ৩ জুন আনুমানিক ০০.৩৫ মিনিট হতে ০১.১৫ মিনিট পর্যন্ত র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রুবেল (২৬) বলে জানা যায়। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়া ২ জুন আনুমানিক ২৩.০৫ মিনিট হতে ২৩.৪৫ মিনিট পর্যন্ত একই আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৩,৫০,০০০/- (তের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ৪৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রানা (৩৯) বলে জানা যায়। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস, ১টি মোবাইল ফোন ও নগদ ১২০০/- (এক হাজার দুইশত) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ মাইক্রোবাসযোগে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img