29 C
Dhaka

রাজধানীতে ২২০৪২ পিস আতশবাজিসহ আটক ১

প্রকাশিত:

র‌্যাব-১০ অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২২০৪২ পিস আতশবাজিসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র‌্যাবের একটি গুরুত্বপূর্ণ এবং চলমান অভিযান। র‌্যাবের এই অভিযান দেশের সব মহলেই প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর তারিখে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২২০৪২ (বাইশ হাজার বিয়াল্লিশ) পিস বিভিন্ন ব্র্যান্ডের (বিস্ফোরক) আতশবাজিসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ কামরুজ্জামান (৩৫)। তার দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন মধ্যচরে। সে কদমতলীতে বসবাস করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ধরনের আতশবাজি সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img