ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ১ নং সাবদারপুর ইউনিয়নের জনৈক কৃষক মোঃশামিম মিয়ার ৫ বিঘা ফলন্ত চাল কুমড়ার গাছ রাতের আধারে কেটে সাবার করে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি সংঘটিত হয়েছে ৯ সেপ্টেম্বর শুক্রবার মধ্য রাত আনুমানিক ১২.০০ টার দিকে। ফলন্ত চালকুমড়ার গাছ কেটে ফেলে শামিমের জমিতেই রেখে দিয়েছে দুর্বৃত্তরা।
এ প্রসঙ্গে শামিম মিয়া বলেন, আমার সাথে একই এলাকার কতিপয় দুষ্কৃতকারীর পূর্ব শত্রুতার জের ধরে এই ক্ষতি সাধন করেছে তারা। শামিম মিয়া আরো বলেন, তাদের সাথে আমার জায়গা, জমি ও রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।
তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি শোনার পর আমরা সরেজমিনে এসে সত্যতার প্রমাণ পেয়েছি এবংঊর্ধতন কর্মকর্তাকে অবগত করেছি।
এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈন উদ্দিন বলেন, একটা লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।