29 C
Dhaka

র‌্যাবের অভিযানে গাঁজা ও প্যাথেড্রিনসহ আটক ২

প্রকাশিত:

র‌্যাব-১০ পৃথক অভিযান চালিয়ে রাজধানীর কদমতলী এবং ঢাকার অদূরে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে গাঁজা ও প্যাথেড্রিনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদকবিরোধী অভিযান চলমান রেখেছে যা সারাদেশের সব মহলেই ব্যাপক প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে এই এলিট বাহিনী।

মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মাহমুদা আক্তার প্রেমা (২৭) বলে জানা যায়। এসময় তার কাছ থেকে নগদ ৫৬০ (পাঁচশত ষাট) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকার অদূরে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কৈবর্ত্যপাড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ২০ পিস প্যাথেড্রিনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. নাসির (৩৫) বলে জানা যায়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৯০ (নব্বই) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কদমতলী এবং দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজা ও প্যাথেড্রিনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img