ঢাকার বংশাল ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদেশী মদ ও ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১০ জানায়, ৫ জুলাই আনুমানিক ১৮:৩৫ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বংশাল থানাধীন চাঁনখারপুল এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১০ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সোহাগ হাওলাদার (৩৮)। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়া একই তারিখ আনুমানিক ২০:৩০ মিনিটে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৬০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আমির হোসেন (৩৫)। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ২,০০০/- (দুই হাজার) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ বংশাল ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদেশী মদ ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
