র্যাব-১০ মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদকবিরোধী অভিযান চলমান রেখেছে যা সারাদেশের সব মহলেই ব্যাপক প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে এই এলিট বাহিনী।
মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় ২১ ডিসেম্বর র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩৭২ (তিনশত বাহাত্তর) পুরিয়া হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. দুলাল (২৭), সোহেল মোল্লা (৩০), এম.এ.আরমান (৩৫) এবং মো. টুটুল (৩৯)।
এছাড়া র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন গোলামবাজার রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৪০০ (চারশত) গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মনির হোসেন (৩৫) বলে জানা যায়। এসময় তার কাছ থেকে নগদ ১৫,০০০ (পনের হাজার) টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়াও র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ফেরীঘাট এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে নেশাজাতীয় ১৬৮ (একশত আটষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাহিদ (২০) বলে জানা যায়। এসময় তার কাছ থেকে নগদ ৫০০/- (পাঁচশত) টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জ ও শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।