31 C
Dhaka

শাকিব খানের বাড়িতে দুর্বৃত্তদের হামলা

প্রকাশিত:

অভিনেতা শাকিব খানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শাকিব খানের পুবাইলের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাড়িটির তত্ত্বাবধায়ক শরীফুল ইসলাম।

তিনি বলেন, মধ্য রাতের দিকে হঠাৎ হানা দেন কয়েকজন দুর্বৃত্ত। পরে স্থানীয় লোকজন পুবাইল থানায় খবর দেন।

এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর ইসলাম জানান, ‘স্থানীয় লোকজনের কাছ খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। এখনো বিস্তারিত কিছুই জানতে পারিনি। আমরা ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি।’

বলিউড তারকা শাহরুখ খানের বাড়ি মান্নাতের সঙ্গে মিল রেখে শাকিব তাঁর পুবাইলের বিলাসবহুল শুটিং বাড়িটির নাম রেখেছেন ‘জান্নাত’। কয়েক বছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে। ওই শুটিং বাড়িতে মূল্যবান আসবাব, এসি, জেনারেটরও রয়েছে।

এদিকে, হামলার বিষয়ে এখনো কিছু জানাননি শাকিব খান।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img