29 C
Dhaka

শাহজাহানপুরে মসজিদের মেস থেকে খাদেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি মসজিদের মেস থেকে মজিবুর রহমান (৫৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে মেসের ভেতর তার রুমের লোহার এঙ্গেলের সঙ্গে মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মজিবুর রহমানের বাড়ি কিশোরগঞ্জের তারাইল উপজেলার কুন্দ্রটি গ্রামে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশা চালকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোস্তাফিজুর রহমান আরও জানান, ওই ব্যক্তি আনুমানিক ২৫ বছর ধরে রেলওয়ে কলোনির বায়তুল জান্নাত মসজিদের খাদেম হিসেবে কাজ করতেন এবং পাশেই মসজিদের মেসে থাকতেন। পাশাপাশি নিজ মালিকানাধীন একটি সিএনজি অটোরিকশা। তার পরিবারের সদস্যরা গ্রামে থাকেন। ঢাকায় তিনি একাই থাকতেন।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্রামের বাড়িতে জমিজমা সংক্রান্ত জটিলতার কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন তিনি। তার গ্রামের বাড়িতে সংবাদ দেওয়া হয়েছে। এ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা সোমবার ময়নাতদন্তের পর জানা যাবে, যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img