26 C
Dhaka

সড়ক দুর্ঘটনায় কানাডাপ্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত:

কানাডাপ্রবাসী তরতাজা যুবক আসিফ। বয়স মাত্র ২৭ বছর। বাংলাদেশের বগুড়া জেলার বাদুরতলায় তার শিকড়। সবমাত্র লেখাপড়ার পাট চুকিয়ে চাকরিতে ঢুকেছিলেন। কিন্তু কানাডার অটোয়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা নিভিয়ে দিয়েছে তরুণ এই প্রবাসীর জীবনপ্রদীপ।

কানাডার স্থানীয় সময় শনিবার, ৯ জুলাই দিবাগত রাত ৩টায় অটোয়া হাইওয়েতে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে ছিলেন নিহত আসিফেরই কাজিন নওশাদ।

হাইওয়ে ধরে গভীর রাতে তীব্র গতিতে গাড়ি চালানোর সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নওশাদ। সঙ্গে সঙ্গে দুর্ঘটনায় পতিত হয় গাড়িটি। দুর্ঘটনায় নওশাদ গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হতভাগা আসিফ যার সম্ভাবনাময় এক বর্ণিল জীবন শুরু হওয়ার আগেই মরে যায় সেই সম্ভাবনা।

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় নওশাদকে কানাডার অটোয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কিছুদিন আগেই ছাত্রজীবন শেষ করে চাকরিজীবন শুরু করেছিলেন সদ্যপ্রয়াত আসিফ। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার বাদুরতলায়। বাবার নাম আসলাম সৈয়দ।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন আসিফের মামা।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img