সাইফুল ইসলাম তানভীর, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুতের তারের সংস্পর্শে আলামিন (১৯) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আলামিন তালেবপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার তালেবপুর গ্রামের আসমা আক্তারের বাড়িতে বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান-উপজেলার ইসলাম নগর তালেবপুর গ্রামের জনৈক আসমা আক্তারের বাড়িতে বেশকিছু দিন ধরে বিল্ডিং নির্মান কাজ করেন আলামিন ও রায়হান। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে বিল্ডিং ছাদে সেন্টারিং খুলতে যান দু,শ্রমিক।

সেন্টারিং খুলার সময় বিল্ডিংয়ের ছাদের মাত্র তিন ফুট ওপর দিয়ে বয়ে যাওয়া এগার হাজার ভোল্টেজের তারের সাথে সংস্পর্শ আলামিনের শরীরে আগুন লেগে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অপর শ্রমিক রায়হান ভয়ে ছাদ থেকে লাফ দিয়ে নেমে প্রাণে রক্ষা পেলেও সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় নিহত আলামিনের পরিবারে বইছে শোকের মাতম।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী বলেন- ২০০৯ সালের ইউনিয়ন পরিষদ আইনে এলাকার যেকোনো স্থানে বাড়ির কাজ শুরু করতে গেলে ইউনিয়ন পরিষদের পুর্ব অনুমতি নিতে হয়। কিন্তু এ বাড়ির মালিক আসমা বেগম ইউনিয়ন পরিষদ থেকে কোনো ধরনের অনুমতি নেননি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন-আইনগত বিষয় প্রক্রিয়াধীন।