26 C
Dhaka

সিংগাইরে শুরুতেই শিশুদের করোনা টিকা কার্যক্রম বন্ধ

প্রকাশিত:

সাইফুল ইসলাম তানভীর, সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধিঃ দেশব্যাপি ১১ অক্টোবর থেকে শুরু হয়েছে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম। চলবে ১৩ দিন। এর আওতায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়।

শুরুর প্রথম ও দ্বিতীয় দিনে ৬ টি ইউনিয়নের প্রায় ৪ হাজার শিশুকে ভ্যাকসিন দেয়া হয়। দ্বিতীয় দিন বুধবার বিকেলে প্রচারণা চালিয়ে তৃতীয় দিনের ভ্যাকসিন কার্যক্রম বন্ধ ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

এদিকে, চলমান ভ্যাকসিন কার্যক্রম হঠাৎ বন্ধ করে দেয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি শিশুদের এ টিাকা কার্যক্রম বন্ধ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে চলছে পরস্পরবিরোধী বক্তব্য। কেউ কেউ জানিয়েছেন, ভ্যাকসিন সংকটের কারণে এ কার্যক্রম বন্ধ করা হয়েছে।

অপরদিকে, সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুজহাত নওরীন আমিন বলেন, ভ্যাকসিন সংকট নেই, অনিবার্য কারনবশত বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে জানতে জেলা সিভিল সার্জন ডা. মো. মোয়াজ্জেম আলী খান চৌধুরীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দীপন দেবনাথ বলেন, ইউএইচএফপিও জানিয়েছেন ইপিআই কর্মসূচীর কারনে বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার থেকে পুরোদমে ভ্যাকসিন কার্যক্রম চলবে।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img