গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে আজ শনিবার, ১০ ডিসেম্বর।
হানাদার মুক্ত দিবস উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য রালি, গোয়ালেরঘাট স্মৃতিস্তম্ভে পুস্প্যমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প্যমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে সহকারি কমিশনার ভুমি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, বীর মািক্তযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া, পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু প্রমুখ। এর আগে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পুস্পমাল্য অর্পণ করে।