31 C
Dhaka

সুন্দরবন সংলগ্ন সমুদ্রে পাওয়া অদ্ভুত মাছ নিয়ে চাঞ্চল্য (ভিডিও)

প্রকাশিত:

সুন্দরবনের দুবলারচর সংলগ্ন গভীর সমুদ্রে অদ্ভুতদর্শন বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে স্থানীয় এক জেলের জালে। মাছটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের কেউই আগে কখনো এমন বিচিত্র মাছ দেখেননি। নামও জানেন না তারা। মাছটির ওজন দুই কেজির মতো। ভয়ংকর পিরানহা মাছের মতো দাঁত রয়েছে মাছটির।

স্থানীয় কেউ মাছটির নাম জানাতে না পারলেও খুলনা জেলা মৎস্য কর্মকর্তার ধারণা, এই মাছের নাম শিপসহেড ফিশ। ভেড়ার চেহারার সাথে এই মাছের চেহারার মিল থাকার কারণেই এমন নামকরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর

spot_img