26 C
Dhaka

হার্ট সুস্থ রাখে যেসকল অভ্যাস

প্রকাশিত:

শরীর সুস্থ রাখতে হার্টের সুস্থতা অনেক বেশি দরকার আমাদের। আর এ জন্য আমাদের দরকার স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা। আর তা যেন হয় জীবনের শুরুর দিক থেকেই। সুস্থ জীবনযাপন হার্টের যেকোনো রোগ থেকে আমাদেরকে দূরে রাখেবে। তবে এ অভ্যাগুলো যেন ছোট বয়স থেকে গড়ে তোলা যায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে আমাদের।

হৃদপিণ্ড সুস্থ রাখার প্রধান শর্ত হলো পুষ্টিকর খাবার সবসময় খাওয়া। হৃদপিণ্ডের কার্যক্ষমতা ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক রাখার জন্য প্রতিদিনি পুষ্টিকর খাবার খেতে হবে। ফাস্ট ফুড বাদ দেওয়াই সবচেয়ে ভালো। পুষ্টিকর খাবার হৃদপিণ্ড সুস্থ রাখতে অনেক সহায়তা করে ।

নিয়মিত ব্যায়াম করুন এবং ওজন নিজেকে নিয়ন্ত্রণে রাখুন :

শারীরিকভাবে সক্রিয় থাকা খুবি গুরুত্বপূর্ণ, বিশেষ করে হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য অন্যতমো। এটি হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী করতে, শরীরের ওজন ভালো রাখতে এবং উচ্চ কোলেস্টেরল, রক্তে শর্করা এবং উচ্চ রক্তচাপ থেকে ধমনির ক্ষতি থেকে দূরে রাখতে অনেক সাহায্য করে। দুই ধরনের ব্যায়াম, যা প্রতিদিন করা উচিত আমাদের।

ধূমপান ত্যাগ করুন এবং ধূমপান থেকে দূরে থাকুন :

হৃৎপিণ্ডের করোনারি ধমনি শরীরের অন্যান্য অঙ্গে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাট জমা হয়, যা হৃৎপিণ্ডে রক্তের প্রবাহকে কমিয়ে দেয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বাড়ায়। করোনারি ধমনিতে এই জমাট বাঁধা এবং সংকীর্ণতা খুব অল্প সময়ের মধ্যে ঘটতে পারে।

মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন :

মানসিক চাপ কখনো কখনো উচ্চ রক্তচাপের দিকে পরিচালিত করতে পারে আমাদের এবং এর ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হতে পারে আমাদের। ধূমপান যেমন হৃদরোগের জন্য দায়ী, তেমনি মানসিক চাপও সমানভাবে দায়ী হয়। মানসিক চাপ দূরে রাখতে একজন মানুষকে অবশ্যই রাতে পর্যাপ্ত পরিমান ঘুমাতে হবে।

যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে, তাদেরও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি।  যদি আপনার হৃৎপিণ্ডের স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে দ্রুত একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img