ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার, জামালপুর: আলোকিত সমাজ কল্যাণ সংস্থার হিউম্যান হেলথ হেল্পলাইন (HHH) টেলিমেডিসিন প্রকল্পের কার্যক্রম উদ্ভোদন।
আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) জামালপুর সদর উপজেলার রানাগাছা, শ্রীপুর, নরুন্দি, বাঁশচড়া, ইটাইল, ঘোড়াধাপ ইউনিয়নে টেলি মেডিসিন কার্যক্রম উদ্ভোদন করেন আলোকিত সমাজ উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া।
এ উদ্ভোদনী অনুষ্ঠানে আরো
উপস্থিত ছিলেন- জামালপুর জেলার হিউম্যান হেলথ হেল্পলাইন টেলিমেডিসিন এর সমন্বয়ক এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।
অনুষ্ঠানে টেলিমেডিসিন অপারেটরগণ টেলিমেডিসিন কে একটি আন্দোলন হিসাবে গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন।
উক্ত অনুষ্ঠানে হিউম্যান হেলথ হেল্পলাইন টেলিমেডিসিন এর সমন্বয়ক এনামুল হক আরো বলেন- ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই কার্যক্রমের কোনো জুড়ি নেই, এবং আমাদের অবশ্যই এই কার্যক্রমে আওতায় আসতে হবে, কারণ আমাদের প্রয়োজনীয় ডাক্তারের সল্পতা আছে। হিউম্যান হেলথ হেল্পলাইন মানবতার সেবায় সল্প মূল্যে সাধারণ মানুষের জন্য এই কার্যক্রম চালু করেছে।