20 C
Dhaka

২৪ ঘণ্টায় ১ কোটি টাকা তুললেন সংগীতশিল্পী তাশরীফ

প্রকাশিত:

বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে দাড়াতে এগিয়ে এসেছে দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাদেরই একজন সংগীতশিল্পী তাশরীফ খান। সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে যে কজন আলোচিত ব্যক্তি দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন তাশরীফ তাদের অন্যতম।

সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সেখানকার মানুষের সাহায্যর জন্য প্রায় ১৬ লাখ টাকার তহবিল গঠন করে তাশরীফ ও তার দল। যেখানে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সহযোগীতা পাঠিয়েছেন। এরপর ফেসবুক লাইভে আরও মানুষের কাছে সহায়তা কামনা করেন তাশরীফ। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ২৪ ঘণ্টার মধ্যে এক কোটি টাকার বেশি অনুদান পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তাশরীফ বলেন, ‘প্রথম লাইভে ১৬ লাখের পর গতকাল করা তার দ্বিতীয় লাইভ থেকে বুধবার (২২ জুন) রাত পর্যন্ত আরও ১ কোটি টাকার বেশি অনুদান এসেছে। এই টাকা দিয়ে অন্তত ১০ হাজার পরিবারকে সহায়তা করতে পারবো।’

তাশরীফের এই উদ্যোগ এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ প্রশংসিত হয়েছে। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোয় অনেকেই তাকে বাহবা দিচ্ছেন, তার জন্য দোয়া করছেন।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img