29 C
Dhaka

৩ দশক আগের ভ্রুণ থেকে মানব শিশুর জন্ম (ভিডিও)

প্রকাশিত:

বিস্ময়কর ঘটনাই বটে! সুদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় থাকার পর পৃথিবীর আলো দেখেছে একটি মানব ভ্রুণ। হিমায়িত সেই ভ্রুণ থেকে জন্ম নিয়েছে যমজ শিশু। অবিশ্বাস্য শোনালেও সত্যি সত্যিই এমনটা ঘটেছে। আর চমকপ্রদ ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অরিগন রাজ্যে।

ভ্রুণগুলো আজ থেকে ৩০ বছর আগে ১৯৯২ সালে মাইনাস ১২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল নাইট্রোজেনের ভেতর সংরক্ষণ করা হয়েছিলো।

সেসময় ভ্রুণটি তৈরি করা হয় এক জোড়া নারী-পুরুষের দান করা শুক্রাণু ও ডিম্বাণু দিয়ে। শুক্রাণু দান করেন ৫০ বছর বয়সী এক পুরুষ। আর ডিম্বাণু দান করেন ৩৪ বছর বয়সী এক নারী।

সুদীর্ঘ ৩০ বছর ধরে হিমায়িত অবস্থায় থাকা ভ্রুণগুলো আইভিএফ পদ্ধতিতে গর্ভে ধারণ করেন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দা র‍্যাচেল রিজওয়ে। এভাবে যমজ সন্তানের মা হন চার সন্তানের জননী র‍্যাচেল।

স্ত্রী ও ছয় সন্তান নিয়ে বিশাল পরিবার পাওয়ায় দারুন খুশি রাসেলের স্বামী ফিলিপ রিজওয়ে। বাবা-মায়ের নামের সঙ্গে মিল রেখে ঘরের নতুন দুই অতিথির নাম রাখা হয়েছে টিমোথি রোনাল্ড রিজওয়ে এবং লিডিয়া অ্যান রিজওয়ে।

তিন দশক আগের ভ্রুণ থেকে সন্তান জন্ম নেওয়ার ঘটনাকে অবিশ্বাস্য বলেছেন খোদ সদ্য বাবা হওয়া ফিলিপ রিজওয়ে।

ফিলিপের কথায়, লিডিয়া ও টিমোথির ভেতর যখন প্রাণের সঞ্চার হয়েছিল তখন আমার বয়স ছিলো মাত্র ৫ বছর। সেই হিসেবে আমাদের ছয় সন্তানের মধ্যে লিডিয়া ও টিমোথির বয়স সবচেয়ে বেশি। কিন্তু আমাদের ৬ সন্তানের মধ্যে লিডিয়া এবং টিমোথিই সবচেয়ে ছোট। এভাবে চিন্তা করলে খুব অবাক লাগে।

বিজ্ঞানীদের ধারণা, এর আগে কখনোই এত পুরনো হিমায়িত ভ্রুণ থেকে সন্তান জন্ম নেওয়ার ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, পুরনো হিমায়িত ভ্রুণ থেকে সন্তান জন্ম নেয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২০ সালে ২৭ বছরের পুরনো একটি ভ্রুণ থেকে মলি গিবসন নামের এক শিশু পৃথিবীর আলো দেখে।

সম্পর্কিত সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img